তিনি অষ্টম শ্রেণিতে অধ্যয়ন কালে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৮৪ সালে ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। পর্যায়ক্রমে ইসলামী ছাত্র শিবিরের বগুড়া মুস্তাফাবিয়া আলীয়া মাদ্রাসার সভাপতি, বগুড়া শহর শাখার সেক্রেটারী এবং সর্বশেষ তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং ইসলামপুর উপজেলা ও জামালপুর জেলা শাখার আমীর এবং গাজীপুর জেলা শাখার সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক। ২০১১ সালের নভেম্বরে তিনি প্রথম গ্রেফতার হন এবং ছয় মাস কারাভোগ করেন। ২০২৪ সালের ২১ জুলাই মিথ্যা মামলায় তিনি পুনরায় গ্রেফতার হন এবং ৬ আগষ্ট কারাগার থেকে মুক্তি লাভ করেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে ইসলামপুর আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।


ড. মোঃ ছামিউল হক ফারুকী