ড. মো: ছামিউল হক ফারুকী একজন লেখক ও গবেষক। তার বহু গবেষণামূলক প্রবন্ধ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিভিন্ন সময় তিনি বিভিন্ন সেমিনারে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেছেন। তার রচিত অনেক বই রয়েছে। তন্মধ্যে ইতোমধ্যে প্রকাশিত বইগুলো হলো: ১. ইবনুল কায়্যিম: জীবন চিন্তাধারা ও সংস্কারসমূহ ২. ইসলামের দৃষ্টিতে সমাজসেবা ও সংস্কার ৩. ইসলামী অর্থব্যবস্থার মৌলিক ধারণা ৪. রোযার তাৎপর্য ও বিধিবিধান ৫. নারী অধিকার পর্দা ও নারীপুরুষে মুসাফাহা ৬. ইমাম মুহাম্মাদ ইবন আলী আশ শাওকানী: জীবন ও কর্ম। এ ছাড়া তিনি বুখারী শরীফের বাংলা অনুবাদকারীদের অন্যতম একজন এবং বুখারী ও মুসলিম শরীফের বাংলা অনুবাদের সম্পাদনাকারী। ২০১৬ সাল থেকে দেশের অন্যতম ইসলামী গবেষণামূলক পত্রিকা মাসিক পৃথিবীর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন।